Homeআন্তর্জাতিকগাড়ি নয়, নম্বরপ্লেট বিক্রি হলো ১৫৮ কোটি টাকায়

গাড়ি নয়, নম্বরপ্লেট বিক্রি হলো ১৫৮ কোটি টাকায়

বিলাসবহুল কোনো গাড়ি নয়, বরং গাড়ির একটি নম্বরপ্লেট বিক্রি হলো ১৫৮ কোটি টাকায়। বিশেষ ওই নম্বরপ্লেটটি ইতোমধ্যেই সবচেয়ে দামি নম্বরপ্লেট হিসেবে গিনেস বুকেও নাম লিখিয়েছে। এ নিয়ে হইচই পড়ে গেছে।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিলাসবহুল গাড়ির চেয়ে বিশেষ নাম্বার যুক্ত নম্বরপ্লেটের দামই বেশি। বিশেষ এসব নম্বরপ্লেট এখন দুবাই শেখদের আভিজাত্য ও প্রতিপত্তি প্রকাশের অন্যতম মাধ্যম। যেকোনো মূল্যে এ ধরনের একটি নম্বরপ্লেট পেতে রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়েন তারা।

বিশেষ নম্বরযুক্ত নম্বরপ্লেটের প্রতি নাগরিকদের এই অদম্য আগ্রহকে জনস্বার্থে কাজে লাগান দুবাইয়ের শাসকরা। পবিত্র রমজানে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর লক্ষ্যে চলতি সপ্তাহে একটি নিলামের আয়োজন করা হয়।

খালিজ টাইমসের প্রতিবেদন মতে, মানবতার সেবায় দুবাইয়ের ‘মোস্ট নোবেল নাম্বার’ নামে ওই নিলামে তোলা হয় বেশকিছু নম্বরপ্লেট। এর মধ্যে পি৭ নম্বরপ্লেটটির দাম ওঠে ৫ কোটি ৫০ লাখ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যা ১৫৮ কোটি টাকার সমান।

গত শনিবার (৮ এপ্রিল) রাতে জুমেইরাহ এলাকায় ফোর সিজন রিসোর্টে অতিথিদের উপস্থিতিতে শুরু হয় নিলাম। নিলামের শুরুতেই অতিথিদের উদ্দেশে ঘোষক বলেন, ‘আজ থেকে ১৬ বছর আগে এই আবুধাবিতেই আরও একটা বিশ্বরেকর্ড হয়েছিল। একটা নম্বরপ্লেট বিক্রি হয়েছিল ৫ কোটি ২৫ লাখ দিরহামে। আমরা কি সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ব? অতিথিদের মধ্য থেকে সমস্বরে জবাব আসে, ‘হ্যা’।  

১ কোটি ৫০ লাখ দিরহাম থেকে শুরু হয় পি৭ নম্বরপ্লেটটির ডাক। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে ৩ কোটি দিরহামে পৌঁছে যায়। এরপর ৩ কোটি ৫০ লাখ দিরহামে পৌঁছানোর পর কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ডাক। এই দামে নম্বরপ্লেটটি কিনতে চেয়েছিলেন টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা ও মালিক ফরাসি ব্যবসায়ী পাভেল ভ্যালেরিভিচ দুরভ।

কিছুক্ষণ পরই ফের নিলাম ডাকা শুরু হতেই দ্রুতগতিতে ৫ কোটি ৫০ লাখ দিরহামে পৌঁছে যায় নম্বরপ্লেটটির দাম। যা এখন পর্যন্ত রেকর্ড অর্থাৎ বর্তমানে এটাই বিশ্বের সবচেয়ে দামি নম্বরপ্লেট। যে কারণে গিনেস বুকেও উঠেছে নম্বরপ্লেটটি। তবে নাম প্রকাশে অনিচ্ছা থাকায় ক্রেতার নাম জানায়নি নিলামকারীরা।

পবিত্র রমজানে ক্ষুধার্তকে খাওয়াতে ১০০ কোটি মিল প্রস্তুত করতে চায় উদ্যোক্তারা। সেই কারণেই এই নিলামের আয়োজন। রমজানের চেতনাকে সামনে রেখে দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ এই প্রচার শুরু করেন।

নিলামে পি৭ নম্বরপ্লেটটি ছাড়া আরও কয়েকটি অনন্য নম্বরপ্লেট তোলা হয়। এর মধ্যে দুই সংখ্যার নম্বরপ্লেট যেমন এএ১৯, এএ২২, এএ৮০, ০৭১, এক্স৩৬, ডব্লিউ৭৮, এইচ৩১, জেড৩৭, জে৫৭, ও এন৪১-এর পাশাপাশি ছিল ওয়াই৯০০, কিউ২২২২২ ও ওয়াই৬৬৬৬-এর মতো বিশেষ কিছু নম্বরপ্লেট।

এর মধ্যে এএ১৯ নম্বরপ্লেটটি ৪৯ লাখ দিরহামে বিক্রি হয়েছে। ০৭১ নম্বরপ্লেটটি বিক্রি হয়েছে ১৫ কোটি দিরহামে। এছাড়া কিউ২২২২২ প্লেটটি বিক্রি হয়েছে ৯ লাখ ৭৫ হাজার দিরহামে।

এর আগে ২০০৮ সালে আবুধাবির গাড়ির নম্বরপ্লেট ১ বিক্রি হয়েছিল ৫ কোটি ২৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় যা ১৫০ কোটি টাকার সমান। যা আগের বছরগুলোর রেকর্ড ভেঙে ফেলেছিল। এবার সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হলো। 

সর্বশেষ খবর