Homeআন্তর্জাতিকএবার কিস্তিতে কেনা যাবে আম!

এবার কিস্তিতে কেনা যাবে আম!

কিস্তিতে বাড়ি, গাড়ি, টিভি, মোবাইল ফোন কিংবা ফ্রিজ কেনা যায় এটি প্রায় আমরা সবাই জানি। কিন্তু আমের মতো সুস্বাদু ফলও কিস্তিতে কিনতে হবে- এমনটা ভাবা খানিকটা আশ্চর্যেরই বিষয়। তবে এখন আর বিষয়টি বিস্ময়ের নয়, সত্যিই কিস্তিতে মিলবে আম কেনার সুযোগ।

কিস্তিতে আম কেনার এ সুযোগ দিচ্ছে ভারতের পুনের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। 

অনেকের সুস্বাদু আম খাওয়ার ইচ্ছা থাকলেও অনেক সময়ই সাধ্যে কুলায় না। যেমন, অনেকেই আলফানসো জাতের আম খেতে পারেন না স্রেফ এর অতিরিক্ত দামের কারণে। তবে মানুষের আম খাওয়ার ইচ্ছা পূর্ণ করতে পুনের গুরুকৃপা ট্রেডার্স অ্যান্ড ফ্রুট প্রোডাক্টস ক্রেতাদের মাসিক কিস্তিতে (ইএমআই) এই ফল কেনার সুযোগ দিচ্ছে।

আম কেনার পর যে দাম হবে তা ৩, ৬ অথবা ১২ মাসে কিস্তিতে পরিশোধ করা যাবে।

মহারাষ্ট্রের দেবগড় ও রত্নগিরির ‘হাপুস’ বা আলফানসো বাজারে সেরা আম বলে পরিচিত। খুচরা বাজারে এক ডজনের দাম চাওয়া হচ্ছে ৮০০-১৩০০ টাকা। গুরুকৃপা ট্রেডার্স অ্যান্ড ফ্রুট প্রোডাক্টস মালিক গৌরব সানাসের দাবি, এখন ইচ্ছেমত আম কিনে খেতে পারবেন ক্রেতারা। পরে দাম মেটানোর সুযোগ পাবেন বেশ কয়েক মাস ধরে।

গৌরব আরও বলেন, ‘মৌসুমের শুরুতে আমের দাম সব সময়ই অনেক চড়া থাকে। সেটা দেখেই মনে হলো ফ্রিজ-এসি বা অন্যান্য জিনিস যদি কিস্তিতে কেনা যায় তাহলে আম কেন নয়? এ সুবিধা থাকলে সবাই কিনতে পারবেন।’ এভাবে ইএমআইতে তারাই প্রথম আম বিক্রি করছেন বলেও দাবি তার।

তবে এ সুবিধা নেওয়ার একটি শর্ত আছে। ন্যূনতম ৫০০০ টাকার আম কিনতে হবে ক্রেতাকে। সানাস জানান, কিস্তিতে আম কেনার পদ্ধতি মোবাইল ফোন কেনার মতোই। তাদের দোকান থেকে ক্রেডিট কার্ডে কিনবেন ক্রেতা। মোট ক্রয়মূল্য তিন, ছয় বা ১২ মাসের কিস্তিতে শোধ করা যাবে।

সর্বশেষ খবর