Homeখেলাসমকামিতার স্লোগান দেয়ায় গ্রেফতার ৩ দর্শক

সমকামিতার স্লোগান দেয়ায় গ্রেফতার ৩ দর্শক

ইউরোপিয়ান ফুটবলে দর্শকের শাস্তি হওয়া নতুন কিছু নয়। বাজে আচরণ, মাঠে ঢুকে যাওয়াসহ নানা কারণে শাস্তি হয়েছে দর্শকদের। এমনও অনেক দর্শক রয়েছেন, যাদের আজীবনের জন্য মাঠ থেকে বের করা হয়েছে। তবে এবার তিন দর্শককে সমকামিতামূলক স্লোগান দেয়ায় গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগের উল্ভস ও চেলসির ম্যাচে। গত শনিবার (৮ এপ্রিল) ঘরের মাঠে চেলসিকে ১-০ গোলে হারায় উল্ভস। সে ম্যাচে সমকামিতামূলক স্লোগান দিয়েছেন দর্শকরা, যা ম্যাচ শেষে নিন্দা জানিয়েছে উভয় ক্লাব (উল্ভস ও চেলসি)।

এরপর ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে। এরপর এক বিবৃতিতে উলভস বলেছে, ‘চেলসি ভক্তদের উদ্দেশে আজ (শনিবার) যে বৈষম্যমূলক স্লোগান দেয়া হয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। হোমোফোবিয়ার মতো বৈষম্যের ফুটবলে, সমাজে কোনো স্থান নেই। এমন কাজে জড়িতদের ফৌজদারি অপরাধের আওতায় আনা হবে। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে, তা আমরা নিশ্চিত হয়েছি।’

এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে চেলসি বলেছে, ‘এই ধরনের বৈষম্যমূলক আচরণকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মলিনিউক্স স্টেডিয়ামে আজ (শনিবার) স্বাগতিক ভক্তদের এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।’

প্রিমিয়ার লিগও তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘উল্ভস ও চেলসির ম্যাচে যে সমকামী মন্ত্র শোন গেছে তা ফুটবল কিংবা সমাজে কোনো স্থান নেই। প্রিমিয়ার লিগ সব ধরনের বৈষম্যের নিন্দা জানায়। ফুটবল সবার জন্য।’

Exit mobile version