ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০০৯ সালে কলকাতার নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। সে আসরে একটি লজ্জার রেকর্ড গড়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক। ১৪ বছর পর তার সে রেকর্ড দখলে নিয়েছেন গুজরাট টাইটান্সের পেসার যশ দয়াল।
রোববার (৯ এপ্রিল) আইপিএলে এক অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। ইনিংসের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছেন কলকাতার ব্যাটার রিংকু সিং। গুজরাট পেসার যশ দয়ালের এই ওভারে কলকাতার ব্যাটাররা তুলে নেন ৩১ রান, যা আইপিএলের ইতিহাসে রান তাড়ায় নেমে শেষ ওভারে সর্বোচ্চ রান তুলে নেয়ার রেকর্ড।
এর আগে এ তিক্ত রেকর্ডটি ছিল টাইগার পেসার মাশরাফি বিন মোর্ত্তজার। ২০০৯ সালে শেষ ৬ বলে ২১ রান তাড়া করতে গিয়ে মাশরাফীর ওভার থেকে ২৬ রান তুলেছিল ডেকান চার্জাস। ১৪ বছর পর তার সে রেকর্ড এখন দখলে নিয়েছেন যশ দয়াল।
২০০৯ সালের ওই আসরে কলকাতার হয়ে ওই একটি ম্যাচই খেলেছিলেন মাশরাফী। আর সে এক ম্যাচেই শেষ মাশরাফীর আইপিএল ক্যারিয়ার। ৪ ওভার বল করে ৫৮ রান দিয়ে ম্যাচটিতে উইকেটশূন্য ছিলেন সাবেক টাইগার অধিনায়ক।