এবারের অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে উড়তে থাকা আর্জেন্টিনা নিজেদের চতুর্থ ম্যাচে এসে পয়েন্ট হারিয়েছে। রোববার (৯ এপ্রিল) ভোরে ইকুয়েডরের এস্তাদিও জর্জ ক্যাপওয়েল স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরিরা।
প্রথম তিন ম্যাচে জয়ের পর এবার প্যারাগুয়ের বিপক্ষে জিততে পারল না আর্জেন্টিনা। প্রথমার্ধের ৩৪ মিনিটে গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে। সেই এক গোলেই জয়ের দিকে এগোচ্ছিল তারা। তবে ম্যাচের ৮৭ মিনিটে আর্জেন্টিনার কেভিন গুতেরেসের গোলে হার এড়ায় জুনিয়র আল্বেসেলেস্তিরা।
এই ম্যাচে পয়েন্ট হারালেও তেমন ক্ষতি হয়নি আর্জেন্টিনার। প্রথম তিন ম্যাচ জিতে আগে থেকেই টেবিলের শীর্ষে ছিল তারা। এই ম্যাচ ড্র করায় এক পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা। তাতে টেবিলের অবস্থানের কোনো হেরফের হয়নি।
অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে প্যারাগুয়ে। আর ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ভেনেজুয়েলা।