লিওনেল মেসি এই মৌসুম শেষে প্যারিসে থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটছে না কিছুতেই। সাম্প্রতিক অধারাবাহিক পারফরম্যান্সের কারণে প্যারিস সেইন্ট জার্মেই সমর্থকরা রুষ্ট তার ওপর। নানা সমালোচনার মধ্যেই নিসের বিপক্ষে মাঠে নেমে অবশ্য করলেন গোল। অবদান রাখলেন দলের জয়ে।
শনিবার (৮ এপ্রিল) অ্যালিয়াঞ্জ রিভেইরায় স্বাগতিক নিসের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে পিএসজি। প্যারিসিয়ানদের পক্ষে লিওনেল মেসি ও সার্জিও রামোস গোল দুটি করেন।
নিসের মাঠে এদিন আধিপত্য বিস্তার করে খেলেছে স্বাগতিকরাই। বল দখলে পিছিয়ে থাকলেও একের পর এক আক্রমণ চালিয়েছে পিএসজির রক্ষণভাগে। কিন্তু এর মাঝেই প্রথমার্ধের ২৬ মিনিটে গোল পেয়ে যায় সফরকারী পিএসজি।
বাঁ প্রান্ত থেকে এমবাপ্পের উদ্দেশ্যে ক্রস করেছিল নুনো মেন্দেজ। কিন্তু তার দূর্বল ক্রস এমবাপ্পে পর্যন্ত পৌঁছেইনি। তবে দ্বিতীয় সুযোগ পান মেন্দেজ। এবার তার কাটব্যাক খুঁজে পায় সুযোগসন্ধানী মেসিকে। বা পায়ের জোরাল শটে বল জালে জড়ান আর্জেন্টাইন জাদুকর।
গোল খেয়ে আক্রমণের জোর আরও বাড়ায় নিসে। তবে গোলরক্ষক ডোনারুম্মার দৃঢ়তায় লিড ধরে রেখেই বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে আরও তেড়েফুঁড়ে খেলা শুরু করে স্বাগতিকরা। একের পর এক সুযোগ তৈরি করতে থাকে তারা। কিন্তু দূর্ভাগ্য পিছু ছাড়েনি তাদের। কখনো পোস্টে বাধা পেয়ে, আবার কখনো ডোনারুম্মার দৃঢ়তায় বেঁচে যায় সফরকারীরা।
ম্যাচের ৭৬ মিনিটে খেলার ধারার বিপরীতে ফের এগিয়ে যায় পিএসজি। কর্নার থেকে আসা বলে হেড করে গোলটি করে তিনি।
রেনে ও লিঁওর বিপক্ষে টানা দুটি ম্যাচে হারের পর জয়ের মুখ দেখল পিএসজি। এই জয়ে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল তারা। সমান ম্যাভে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লেস। পিএসজির কাছে হেরে ৪৫ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে নিসে।