Homeখেলাপ্যারিসে ব্যঙ্গাত্মক শিস দিলেও বার্সেলোনা মেসিকে ভালোবাসে

প্যারিসে ব্যঙ্গাত্মক শিস দিলেও বার্সেলোনা মেসিকে ভালোবাসে

প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) সুখে নেই লিওনেল মেসি! ক্লাবের সমর্থকরাই বিশ্বকাপ জয়ী তারকাকে দেখে ব্যঙ্গাত্মক শিস বাজান। প্যারিসে দুয়ো দিলেও বার্সেলোনার মানুষজন তাকে ভালোবাসে, বললেন কাতালান ক্লাবটির সাবেক প্রেসিডেন্ট হুয়ান গাসপার্ত।

বার্সার ৩৬তম প্রেসিডেন্ট ছিলেন হুয়ান গাসপার্ত। ২০০০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি। সাবেক এ সংগঠনের মুখে উঠে এল পিএসজিতে মেসির বর্তমান দুরবস্থার কথা। সবশেষ লিঁওর বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ নায়ককে। তার সম্ভাব্য কারণ ২টি। এক. মেসির সাম্প্রতিক ফর্ম। দুই. ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়।

বলতে গেলে ফ্রান্সে দিনকে দিন ফুটবল অনুসারীদের চোখের শূলে পরিণত হচ্ছেন মেসি! কিন্তু শৈশবের বিচরণক্ষেত্র বার্সেলোনায় নাকি তাকে এখনও ভালোবাসা হয়। এ সম্পর্কে গাসপার্ত বলেন, প্যারিসে ওকে দুয়ো দেয়া হয়, কিন্তু বার্সেলোনায় আমরা তাকে ভালোবাসি। ও এমন কিছু ডিজার্ভ করে, যা আমরা দিতে পারিনি। এটা দুঃখজনক। আমরা তার চাহিদা মেটাতে পারিনি।’

এ অবস্থায় মেসি ক্লাব ছাড়তে পারেন, এমন গুঞ্জন চোখে পড়ছে গণমাধ্যমে নজর রাখলে। গাসপার্ত বলছেন, মেসি যদি ক্লাব ছাড়েনই, তবে যেন বার্সাতেই আসেন। তার মতে, এ ক্লাবের চেয়ে বেশি মেসিকে কেউ চাইতে পারে না। গাসপার্ত বলেন, ‘ও যদি অর্থনৈতিক বিষয়টা দেখে, তবে অনেক ভালো অফার হয়তো পাবে। কিন্তু হৃদয় দিয়ে বিবেচনা করলে ওকে বার্সায় আসতে হবে, এ ক্লাবের চেয়ে বেশি কেউ ওকে কামনা করে না।’

মেসিকে আবার বার্সায় দেখতে চান তার সাবেক সতীর্থ থিয়েরি অঁরিও। অঁরি বলেন, ‘এটা কোনো তথ্য নয়। তাকে বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করতে দেখলে আমার ভালো লাগবে। কারণ সে সবকিছু করার পর যেভাবে বার্সেলোনা ছেড়েছে, আমার এটা মোটেও ভালো লাগেনি। ফুটবলের প্রতি ভালোবাসার জন্যই তার বার্সেলোনায় ফেরা উচিত।’

সর্বশেষ খবর