গত দুই বছর ধরে পিএসজিতে খেলার সুবাদে প্যারিসে থাকছেন লিওনেল মেসি। তবে দীর্ঘদিনের ঠিকানা বার্সেলোনাতেও একটি বাড়ি আছে আর্জেন্টাইন তারকার। এবার সেই বাড়িতে হলো চুরির চেষ্টা।
বার্সেলোনার কাস্তেলদেফেস অঞ্চলে অবস্থিত মেসির বাড়িতে বৃহস্পতিবার সকালে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি চুরির চেষ্টা চালান। তবে চেষ্টা করেও সফল হতে পারেননি তারা। স্প্যানিশ ও ব্রাজিলিয়ান গণমাধ্যম শনিবার জানিয়েছে বিষয়টি।
বৃহস্পতিবার সকালের দিকে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি তার সেই বাড়ির সীমানায় ঢুকে পড়েন। বাগানের ভেতর দিয়ে গিয়ে বাসার দরজা ও জানালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিলেন তারা। সেখানে সফল হতে না পেরে গ্যারাজ দিয়েও ঢোকার চেষ্টা করেছিল চোরেরা। কিন্তু ব্যর্থ হতে হয় সেখানেও।
চোরদের এই আসা-যাওয়ার ভিডিও ধরা পড়েছে মেসির বাসার নিরাপত্তা ক্যামেরায়। সেখানে দেখা যায় কালো হুডি পরে এসেছিল দুই চোর। তবে পুলিশ আসার আগেই তারা পালাতে পেরেহিল বলেও জানিয়েছে গণমাধ্যম।
কাতালান ক্লাব বার্সেলোনায় ২১ বছর কেটেছে মেসির। ক্যারিয়ারের বেশির ভাগ সাফল্য এ ক্লাবেই পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কিংবদন্তি হিসেবে। বার্সার মাঠ ক্যাম্প ন্যু থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে কাস্তেলদেফেস অঞ্চলে মেসির বাসা। সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, ২০১৩ সালে ২১ লাখ ডলারে বাড়িটি কেনার পর সেখানে আরও ৭০ লাখ ডলার খরচ করেন মেসি।
আর্জেন্টাইন তারকা ওই অঞ্চলে যাওয়ার পর সেখানকার বাসাবাড়ির দাম বেড়ে গিয়েছিল। যেকোনো বাড়ির ন্যূনতম দাম বেড়ে দাঁড়ায় অন্তত ৫০ লাখ ডলার।
মেসির বিলাসবহুল এ বাড়িতে একটি ফুটবল খেলার মাঠ আছে। বাগানের মধ্যে এমন ব্যবস্থা করা আছে, যেখানে পরিবার নিয়ে রাতের খাবারও খাওয়া যাবে। এ ছাড়া সুইমিং পুল, বারবিকিউ করার আলাদা জায়গা আছে এবং বাসার ওপরের অংশ ‘নো ফ্লাই জোন’। অর্থাৎ, মেসির বাসার ওপর দিয়ে বিমান যেতে পারবে না।