এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে রেফারির দেয়া লাল কার্ড মানতে পারেননি ফুলহ্যামের সার্বিয়ান স্ট্রাইকার অ্যালেক্সজান্ডার মিটরোভিচ। রাগে রেফারিকে ধাক্কা মেরে বসেন তিনি। রেফারিকে ধাক্কা দেয়ায় ৮ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে সার্বিয়ান স্ট্রাইকারকে।
গত ১৯ মার্চ এফএ কাপে মুখোমুখি হয়েছিল ফুলহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যালেক্সজান্ডার মিটরোভিচের গোলে এগিয়ে গিয়েছিল ফুলহ্যাম। তবে ৭২ মিনিটে রেফারির সঙ্গে বাজে ব্যবহার করে লাল কার্ড দেখেন তিনি। রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত মানতে না মেরে মাঠ ছাড়ার আগে তাকে ধাক্কা দেন মিটরোভিচ।
এফএ মঙ্গলবার (৪ এপ্রিল) এক বিবৃতি দিয়ে জানায়, ‘রেফারির সঙ্গে বাজে আচরণ করায় আমরা মিটরোভিচের যথাযথ শাস্তি নিশ্চিত করার চেষ্টা করেছি। সে জন্য তাকে আরও তিন ম্যাচ বেশি নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।’
লাল কার্ডের পাশাপাশি মিটরোভিচকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এরপর দোষ স্বীকার করার পরে দুই ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে মিটরোভিককে ৭৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল। এবার আরও তিন ম্যাচ নিষেধাজ্ঞা পেলেন তিনি।
এক ম্যাচ নিষেধাজ্ঞা শেষ হয়েছে মিটরোভিচের। আরও বাকি আছে ৭ ম্যাচ। আগামী মে মাসের মাঝামাঝি সময়ের আগে মাঠে ফিরবেন না মিটরোভিচ।