ক্রিকেটে ফ্রাঞ্চাইজি লিগের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট ধরা হয় আইপিএলকে। জাঁকজমকপূর্ণ এ আসর দিয়ে ভারত সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের মাতিয়ে তোলে। ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ, এমনকি আম্পায়ারদের আয়েরও বড় উৎস যেন এ আইপিএল!
গত ৩১ মার্চ শুরু হয় আইপিএলের ১৬তম আসর। এ বছর মোট ১০টি দল অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। বাংলাদেশ থেকেও কয়েকজন ক্রিকেটার এ আসরে নাম লিখিয়েছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের আম্পায়াররা দায়িত্ব পালন করছেন আইপিএলে।
মূলত দুই শ্রেণির আম্পায়াররা আইপিএলে ম্যাচ পরিচালনা করেন। অভিজ্ঞতা ও দক্ষতায় এগিয়ে থাকা পরীক্ষিত আম্পায়ারদের ধরা হয় ‘এলিট শ্রেণি’। আর অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা সম্পন্নদের ‘ডেভেলপমেন্ট আম্পায়ার’ বা ‘উন্নয়নশীল’ হিসেবে দেখা হয়।
অভিজ্ঞ বা এলিট শ্রেণির আম্পায়াররা একটা ম্যাচ পরিচালনা করে পারিশ্রমিক হিসেবে প্রতি ম্যাচে পান ১ লাখ ৯৮ হাজার রুপি। এর বাইরে বাড়তি আয় থাকে প্রায় সাড়ে ১২ হাজার রুপির মতো। সবমিলিয়ে একজন অভিজ্ঞ আম্পায়ার ম্যাচ প্রতি ২ লাখ রুপির ওপরে আয় করেন।
আর তুলনামূলক কম অভিজ্ঞ আম্পায়ার ম্যাচপ্রতি পারিশ্রমিক পেয়ে থাকেন ৫৯ হাজার রুপি। এর বাইরে বিজ্ঞাপন থেকেও তাদের নিয়মিত আয় হয়। সবমিলিয়ে পুরো টুর্নামেন্টে বেশ ভালোই আয় করেন আম্পায়াররা।
এ বছর আইপিএল পরিচালনার দায়িত্বে আছেন ১২ ভারতীয় ও ৩ বিদেশি আম্পায়ার।