এবারের আইপিএল নিলামে প্রথমে দল পাননি লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। তবে গুজরাট টাইটান্সের কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের ইনজুরিতে কপাল খুলেছে তার। গুজরাট শানাকাকে নিয়েছে উইলিয়ামসনের বিকল্প হিসেবে।
শানাকাকে দলে নেয়ার ব্যাপারে আইপিএল গভর্নিং কাউন্সিল মঙ্গলবার (৪ এপ্রিল) এক বিবৃতি দিয়ে জানায়। গত ৩১ মার্চ গুজরাটের প্রথম ম্যাচেই ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে পড়েন কেন উইকিয়ামসন। এরপর জানা যায়, এবারের আইপিএল শেষ এই কিউই ব্যাটসম্যানের।
মিডল অর্ডারে বিধ্বংসী ব্যাটিং করার জন্য পরিচিত শানাকা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের বিধ্বংসী রূপ দেখিয়েছিলেন তিনি। ৩ ইনিংসে ১৮৭ স্ট্রাইক রেটে ১২৪ রান করেন তিনি। যেখানে তার গড় ছিল ৬২। ওয়ানডে সিরিজেও দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন লঙ্কান এই অলরাউন্ডার।
ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতেই গুজরাট টাইটান্সে যোগ দিয়েছেন শানাকা। আইপিএলের বাকি অংশের পুরোটাই খেলতে পারবেন তিনি। এদিকে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট চলতি মৌসুমেও দারুণ শুরু করেছে। প্রথম দুই ম্যাচে জিতে এরই মধ্যে টেবিলের শীর্ষে রয়েছে পান্ডিয়ার দল।