সিরিয়ার দামেস্কে ইসরাইলি বিমান হামলায় ইরানের উপদেষ্টা নিহতের পর, তেহরান ও তেলআবিবের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর কথা স্বীকার করেছে তেলআবিব। এ অবস্থায় বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলকে এর কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
গেল কয়েকদিন ধরে রাজধানী দামেস্ক, আলেপ্পোসহ বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এর মধ্যে দামেস্কের নিকটবর্তী এলাকায় শুক্রবার (৩১ মার্চ) ইসরাইলি বিমান হামলায় নিহত হন ইরানের এক উপদেষ্টা।
রেভল্যুশনারি গার্ডের ওই সদস্য নিহতের খবরে ইরান ও ইসরাইলের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে।
এ হামলাকে অপরাধমূলক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায় ইরান। একইসঙ্গে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা যায়, তেলআবিবকে এর মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
এদিকে ইসরাইলের দাবি, লেবাননের হিজবুল্লাহর মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। একই কথা বলছে ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও।
২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে ধীরে ধীরে দেশটিতে ইরানের প্রভাব বাড়তে থাকে। এতে প্রায়ই ইরান সমর্থিত গোষ্ঠী ও তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরাইলি বাহিনী।