জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পেয়েছে রাশিয়া। এপ্রিলজুড়ে এ দায়িত্ব পালন করবে দেশটি। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া নিরাপত্তা পরিষদের সভাপতি হওয়ার বিষয়টিকে ‘হাস্যকর’ বলে আখ্যা দিয়েছেন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী একে এপ্রিল ফুলের সবচেয়ে সেরা তামাশা বলে মন্তব্য করেছেন।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য দেশগুলো প্রতি মাসে পালাক্রমে সভাপতির দায়িত্ব পেয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবার নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেলো রাশিয়া। এপ্রিলজুড়েই মস্কোর হাতে এ দায়িত্ব থাকবে।
এর আগে, রাশিয়া শেষবার ২০২২ সালের ফেব্রুয়ারিতে সভাপতির দায়িত্ব পালন করেছিল। সে সময় ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিলো দেশটি। এবার রাশিয়া এমন সময় নিরাপত্তা পরিষদের দায়িত্ব গ্রহণ করলো যখন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
এদিকে রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দায়িত্ব পাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব পাওয়ার বিষয়টি খুবই হাস্যকর। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে, প্রতিষ্ঠানটি (জাতিসংঘ) সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে।’
অন্যদিকে, বিষয়টিকে এপ্রিল ফুলের সবচেয়ে বড় তামাশা বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। কিয়েভের আপত্তি সত্ত্বেও রাশিয়াকে সভাপতির দায়িত্ব নেয়া থেকে আটকানো সম্ভব হয়নি বলে জানিয়েছে নিরাপত্তা পরিষদের আরেক গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। দেশটির মতে, স্থায়ী সদস্য হওয়ায় মস্কোকে আটকানোর কোনো উপায় ছিল না।
রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ছাড়াও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলো যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন।