উত্তর কোরিয়া হাইস্যাং শহরে বন্দুকের বুলেট হারিয়ে যাওয়ায় পুরো এলাকাজুড়ে লকডাউন জারি করেছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
মঙ্গলবার (২৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, যতক্ষণ পর্যন্ত নিখোঁজ ৬৫৩টি বুলেট পাওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত ওই শহরটি লকডাউন থাকবে।
দুই লাখ বাসিন্দার ওই শহরে উত্তর কোরিয়ার সেনা অবস্থান করছিল। পরে যখন সেনাবাহিনীকে সরিয়ে নেয়া হয় তখন দেখা গেছে ৬৫৩টি বুলেটের খোঁজ পাওয়া যায়নি।
ফিলিপাইনের গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়া জানায়, ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ ওই শহর থেকে পুরো সেনা সরিয়ে নেয়া হয়। পরে ৭ মার্চ জানা যায় বুলেট নিখোঁজের ঘটনা। এরপরে সেনা সদস্যরা বুলেট খোঁজার চেষ্টা করেও পায়নি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়।
বিষয়টি কিম জন উনের কাছে গেলে তিনি পুরো শহর লকডাউন করার নির্দেশ দেন।