Homeআন্তর্জাতিকস্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হামজা ইউসেফ

স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হামজা ইউসেফ

স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসেফ।

মঙ্গলবার (২৮ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, স্কটিশ পার্লামেন্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিবিসি আরও জানায়, দীর্ঘ পাঁচ সপ্তাহের লড়াইয়ের পর ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা নির্বাচিত হন হামজা ইউসেফ। এডিনবরায় দেয়া ভাষণে দেশের জন্যে প্রচণ্ড ভালোবাসার কথা জানিয়ে হামজা ইউসেফ বলেন, স্কটল্যান্ডের জনগণের স্বাধীনতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।

দীর্ঘ আট বছর দল এবং স্কটল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত সরকারের নেতৃত্ব দেয়ার পর গত মাসে আকস্মিক পদত্যাগ করেন নিকোলা স্টার্জেন। তার উত্তরসূরি হিসেবেই এসএনপির নেতৃত্ব দেবেন ইউসেফ।

২০১১ সালে প্রথমবার দেশটির এমপি নির্বাচিত হন হামজা ইউসেফ।  যুক্তরাজ্যের গ্লাসগোতে জন্ম নেন হামজা ইউসুফ। ১৯৬০ সালে তার দাদা-দাদি পাকিস্তান থেকে ব্রিটেনে পাড়ি জমান। তার মা কেনিয়াতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একটি পরিবারে জন্মগ্রহণ করেন।

২০১২ সালে স্কটিশ সরকারের একজন জুনিয়র মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন ইউসুফ। সেই সময়ে স্কটল্যান্ডে নিযুক্ত হওয়া সর্বকনিষ্ঠ এবং প্রথম জাতিগত সংখ্যালঘু মুসলিম মন্ত্রী হয়েছিলেন তিনি। এরপর ২০১৮ সালে বিচার বিষয়ক সচিব হয়ে মন্ত্রিসভায় যোগ দেন । ২০২১ সালের মে মাসে স্বাস্থ্যমন্ত্রী হন হামজে ইউসেফ।

Exit mobile version