Homeআন্তর্জাতিকরাশিয়ার বিরুদ্ধে আক্রমণে প্রস্তুত নয় ইউক্রেনের সেনারা: জেলেনস্কি

রাশিয়ার বিরুদ্ধে আক্রমণে প্রস্তুত নয় ইউক্রেনের সেনারা: জেলেনস্কি

ইউক্রেনের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ না থাকায় রাশিয়ার বিরুদ্ধে আক্রমণে যাওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (২৫ মার্চ) জাপানের সংবাদমাধ্যম ইয়োমিউরিকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, যুদ্ধক্ষেত্রের অবস্থা ভালো না। সফল আক্রমণের জন্য ইউক্রেনের হাতে পর্যাপ্ত গোলাবারুদ নেই। 

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এখনো শুরু করতে পারিনি। ট্যাংক, গোরাবারুদ ও মার্কিন নির্মিত হাইমার্স ক্ষেপণাস্ত্র ছাড়া আমরা আমাদের সাহসী সেনাদেরকে ফ্রন্টলাইনে পাঠাতে পারি না।’

জেলেনস্কি আরও বলেন, ‘মিত্রদের কাছ থেকে গোলাবারুদ এসে পৌঁছানোর জন্য আমরা অপেক্ষা করছি। ইউক্রেনের পক্ষ থেকে যে গোলা ছোঁড়া হচ্ছে, রাশিয়া তার তিনগুণ গোলা ছুঁড়ছে। এ অবস্থায় পশ্চিমা সমর্থকদের উচিত জরুরিভিত্তিতে আরও গোলা বারুদ সরবরাহ করা। এছাড়া, যুদ্ধবিমান দেয়ার বিষয়েও তাদের সিদ্ধান্ত নিতে হবে।’

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে নতুন করে আরও চার লাখ সৈন্য নিয়োগের পরিকল্পনা করেছে ক্রেমলিন। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় সাফল্য লাভ করতে না পারায় আপাতত নতুন করে আক্রমণ চালানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে মস্কো। তবে নতুন সৈন্য নিয়োগ শেষে আবারও পুরোদমে আক্রমণ শুরু করা হবে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

Exit mobile version