৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্ব আসরে আরাধ্য ট্রফি জিতে উদযাপনটাও কম করেনি আর্জেন্টাইন ভক্ত-সমর্থক কিংবা খেলোয়াড়রা। সেসব উদযাপন শেষে এবার মাঠে নামার পালা।
বিশ্বকাপ জয়ের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ পানামা। শুক্রবার (২৪ মার্চ) বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে প্রীতি ম্যাচটি। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের এল মনুমেনতাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
শক্তির বিচারে বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে ঢের পিছিয়ে পানামা। ৩২ দলের যেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির দল, সেখানে খেলার সুযোগই পায়নি উত্তর আমেরিকার দেশটি। এখন পর্যন্ত দুই দেশ মুখোমুখি লড়াইয়ে নেমেছে দুইবার। তাতে দুবারই বাজেভাবে হেরেছে পানামা।
আগামীকালের ম্যাচে আর্জেন্টাইনদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বিশ্বকাপ জয়। আর ঘরের মাঠের হাজার হাজার দর্শক তো বাড়তি অনুপ্রেরণাই জোগাবে লিওনেল মেসিদের। তাই অপেক্ষাকৃত দুর্বল দল পানামার বিপক্ষে জেতাটা খুব একটা কঠিন হবে না আর্জেনড়াইনদের জন্য।
তবে এতকিছুর পরেও দুঃসংবাদ থাকছে আর্জেন্টাইন ভক্তদের জন্য। আর্জেন্টিনা-পানামার ম্যাচটি সরাসরি দেখা যাবে না দক্ষিণ এশিয়ার কোনো টিভি চ্যানেলে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দক্ষিণ আমেরিকান একটি ওটিটি প্ল্যাটফর্ম। ‘ফ্যানাটিজ’ নামের অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে স্টোরে।
প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জিরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মনটিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ ও লাউতারো ব্লাঙ্কো।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, অ্যাক্সিকুয়েল প্যালাসিয়াস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো প্যারোন, ফাকুন্দো বুনানোত্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন কার্বোনি।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুয়ান আলভারেজ, পাউলো দিবালা, আনহেল কোরেয়া, আলেসান্দ্রো গার্নাচো ও নিকোলাস গঞ্জালেস।