মিশরের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মোবাইল ফোনে রিপ্লে দেখে গোল বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি। মিশরের দ্বিতীয় সারির প্রতিযোগিতায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার নেই। নিয়মবহির্ভূতভাবে সিদ্ধান্ত নেওয়ায় সেই রেফারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে মিশরের ফুটবল ফেডারেশন।
গত শুক্রবার (১৭ মার্চ) মিশরের দ্বিতীয় সারির দুই ক্লাব সুয়েস ও আল-নাসরের ম্যাচে রেফারি মোহামেদ ফারুক এক দর্শকের ফোন ব্যবহার করেন গোলের সিদ্ধান্ত দেয়ার জন্য।
ম্যাচের শেষ দিকে গোল করে আল-নাসর। দলটি ভেবেছিল তারা সমতা ফিরিয়েছে ম্যাচে। কিন্তু হ্যান্ডবলের আবেদন করে সুয়েসের খেলোয়াড়রা। এরপর দীর্ঘ সময় এক দর্শকের ফোনে ভিডিও পর্যালোচনার পর গোলটি বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত সুয়েস ম্যাচটি জিতে নেয় ৩-১ গোলে।
ভিএআরের প্রযুক্তি ব্যবহারের নিয়ম না থাকার পরও তা ব্যবহারের কারণে শাস্তি পেয়েছেন। আর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে আল নাসর।
মিশরের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, সে ম্যাচে দায়িত্বপ্রাপ্ত পুরো রেফারি প্যানেলকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছেন রেফারি কমিটির প্রধান ভেতর পেরেইরা।
ম্যাচ শেষে আল-নাসরের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতিবাদের মুখে পুলিশি নিরাপত্তায় মাঠ ছাড়তে হয়েছে রেফারিকে। নিয়ম লঙ্ঘনের জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে আল-নাসর কর্তৃপক্ষ।