বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাতার জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামছে যাচ্ছে। শুক্রবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৫টায় ফিফা প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ পানামা। দুদলের এ ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েন্স এইরেসের এল মনুমেনতাল স্টেডিয়ামে।
শুধু পানামাই না, আন্তর্জাতিক এ বিরতিতে আরও একটি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। আলবিসেলেস্তেদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ কুরাসাও। এ দুই ম্যাচকে সামনে রেখে বেশ কয়েকদিন আগেই আর্জেন্টিনায় পৌঁছেছেন স্ক্যালোনির শিষ্যরা। মেসি গিয়েছিলেন পিএসজির হয়ে রেনের বিপক্ষে হারার পর। তার আগে দেশে পৌঁছেন তাগলিফিকো, এনজো ফার্নান্দেজ, নিকোলাস ওটামেন্দি এবং রদ্রিগো ডি পলরা।
দ্বিতীয় প্রীতি ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে ২৮ মার্চ ভোর ৩টায়। এ ম্যাচটিও অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মাঠে।
প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জিরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মনটিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ ও লাউতারো ব্লাঙ্কো।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, অ্যাক্সিকুয়েল প্যালাসিয়াস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো প্যারোন, ফাকুন্দো বুনানোত্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন কার্বোনি।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুয়ান আলভারেজ, পাউলো দিবালা, আনহেল কোরেয়া, আলেসান্দ্রো গার্নাচো ও নিকোলাস গঞ্জালেস।