শাকিব খান ইস্যুতে এবার প্রমাণ দিলেন অভিনেতার অস্ট্রেলিয়ান আইনজীবী উপল আমিন।
বুধবার (২২ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি অস্ট্রেলিয়ান পুলিশ অথরিটির কাছ থেকে পাওয়া একটি কনফার্মেশন লেটার প্রকাশ করেন।
সেন্ট জর্জ ডিটেকটিভ অফিসের পুলিশের কাছ থেকে পাওয়া সেই ইমেইলও দেখান উপল। আর এতেই শাকিব খানের নির্দোষ হওয়ার বিষয়টি প্রমাণিত হয় বলে মনে করেন তিনি।
এর আগেই উপল দাবি করেছিলেন, রহমত উল্লাহর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার উচিত, শাকিব খানের বিরুদ্ধে অভিযোগগুলো প্রত্যাহার করা।
এ নিয়ে শাকিবের অস্ট্রেলিয়ান আইনজীবী অস্ট্রেলিয়ার সিডনির সেন্ট জর্জ গোয়েন্দা কার্যালয়ের বিভাগীয় প্রধানের সঙ্গে কথাও বলেন। পরবর্তীতে ডিটেকটিভ সার্জেন্ট মাইকেল বাগের সঙ্গে কথা বলেই তিনি শাকিবের গ্রেফতার না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগেও উপল আমিনের ভাষ্যমতে, ‘আমার ক্লায়েন্ট শাকিব খান ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় এসেছিলেন এবং ২০১৮ সালেও এসেছিলেন। অস্ট্রেলিয়ায় কোনোবারই তাকে গ্রেফতার করা হয়নি। তিনি কখনও পালিয়ে যাননি।’