জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় উপকূলে নিরাপদ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তাই সবার জন্য নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন উপকূলবাসী।
বুধবার (২২ মার্চ) বিকেলে বিশ্ব পানি দিবসে মোংলা ও সুন্দরবন উপকূলবাসীর সুপেয় খাবার পানির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়।
এর আগে মোংলা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন নবলোক রিসোর্স প্রকল্পের আয়োজনে উপকূলীয় অঞ্চলে সবার জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে র্যালি, আলোচনাসভা ও স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বিভিন্ন সংগঠনের মাধ্যমে খালি কলসি হাতে পুকুরপাড়ে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হয়।
‘পানি ও স্যানিটেশন সংকট সমাধানে পরিবর্তন ত্বরান্বিতকরণ’ প্রতিপাদ্য বিষয়ে বিকাল ৪টায় উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। এতে প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু হাহের হওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, পল্লব রায় ও প্রবীর বিশ্বাস প্রমুখ।