আফ্রিকার দেশগুলোর দুই হাজার কোটি ডলারের ঋণ মওকুফ করে দিয়েছে রাশিয়া। গত সোমবার (২০ মার্চ) এক ঘোষণায় বিষয়টি জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের প্রতিবেদন মতে, ওইদিন ‘বহুপাক্ষিক বিশ্বে রাশিয়া-আফ্রিকা সম্পর্ক’ শীর্ষক এক সম্মেলনে যোগ দেন পুতিন। সম্মেলনে তিনি বলেন, রাশিয়া আফ্রিকান রাষ্ট্রগুলোর দুই হাজার কোটি ডলারের বেশি ঋণ মওকুফ করে দিয়েছে।
রুশ নেতা জানান, ফি বছর রাশিয়া ও আফ্রিকার পারস্পরিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। গত বছর প্রায় এক হাজার ৮০০ কোটি ডলার বাণিজ্য হয়েছে।
সম্মেলনে আফ্রিকার দেশগুলোর সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দিয়ে পুতিন আরও বলেন, আর্থিক লেনদেনে নিজ নিজ দেশের জাতীয় মুদ্রার ব্যবহার ও পরিবহন ব্যবস্থা ও লজিস্টিক চেইনের উন্নতি হলে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য আরও সহজ হবে।