ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রতিটি আঘাতের জবাব দেয়া হবে। রাজধানী কিয়েভ ও জাপোরিঝিয়ায় রুশ ড্রোন হামলায় ৯ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই হঙ্কার দেন তিনি। খবর আল জাজিরার।
মঙ্গলবার (২১ মার্চ) রাতে ইউক্রেনে রাজধানী কিয়েভ ও জাপোরিঝিয়া শহরে ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। ওই হামলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।
প্রতিক্রিয়ায় বুধবার (২২ মার্চ) জেলেনস্কি বলেন, ‘আমাদের শহরে শহরে যে হামলা চালানো হচ্ছে, প্রতিটি হামলার নিশ্চিত জবাব দেব আমরা। রাশিয়ার সব আঘাতকে সামরিক, রাজনৈতিক ও আইনি জবাব দেয়া হবে।’
এদিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের বাখমুত পরিদর্শন করে সেখানে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের সঙ্গে দেখা করেন জেলেনস্কি। এ সময় ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় অবদানে সেনাদের মেডেল দিয়ে পুরস্কৃত করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সোয়েটশার্ট ও সামরিক খাকি ট্রাউজার পরা জেলেনস্কি যোদ্ধাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর এই বাখমুতে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর গত কয়েকমাস ধরেই চরম লড়াই চলছে।
ইউক্রেন যুদ্ধে এখন আলোচনার কেন্দ্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাখমুত। বাখমুত দখলের জন্য গত ৬-৭ মাস ধরে ভারী আক্রমণ চালিয়ে আসছে রুশ সেনাবাহিনী।
ছোট শহরটি দখল করতে পারলে গত গ্রীষ্মের পর এটিই হবে রুশ বাহিনীর বড় সাফল্য। ইউক্রেন প্রথমদিকে শহরটির কৌশলগত গুরুত্ব খুব বেশি না বলে আসছিল। যদিও পরবর্তীতে গুরুত্ব স্বীকার করেন জেলেনস্কি।