শিডিউল ফাঁসানো ও নারী হয়রানির অভিযোগ শাকিব খানের বিরুদ্ধে। ঘটনা সাত বছর আগের। নতুন করে অভিযোগটি তুলেছেন অস্ট্রেলিয়া প্রবাসী কথিত প্রযোজক রহমত উল্লাহ। তার অভিযোগে ঘুরে দাঁড়িয়েছেন শাকিব খান। মুখ খুলেছেন সংবাদমাধ্যমে।
রহমত উল্লাহকে ‘ভুয়া’ প্রযোজক দাবি করে শনিবার দিবাগত রাতে তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও মানহানি মামলা করতে গিয়েছিলেন শাকিব খান। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরদিন নিজ উদ্যোগ গোয়েন্দা কার্যালয়ে যান শাকিব খান। থানা পুলিশ ফিরিয়ে দিলেও গোয়েন্দাপ্রধান আশস্ত করেন শাকিব খানকে।
এরপর অভিযোগ পাল্টা অভিযোগ। দেশ ছেড়ে চলে যান ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করা রহমত উল্লাহ। শাকিব খানের এ পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মীরা। সুপারস্টারে পক্ষে নেটদুনিয়ায় পোস্ট করেছেন অনেকে।
চিত্রনায়ক ইমন লিখেছেন, ‘বনেজঙ্গলে যে গাছটা সবচেয়ে বড় থাকে, সেই গাছে ঝড় বাতাস বেশি লাগে। কিন্তু ঝড়ের পরে সেই গাছটাই উঁচু হয়ে থাকে। আপনি আমাদের সুপারস্টার। একজন শাকিব খান আমার বড়ভাই, সহকর্মী। বিশ্বাস করি, সব সমস্যার সঠিক সমাধান হয়ে আপনি রাজার মতো কামব্যাক করবেন।’
চিত্রনায়ক নিরব লিখেছেন, ‘বহু বছর ধরে এই মানুষটির স্নেহ ও পরামর্শ পেয়ে আসছি। কাছ থেকে দেখেছি তার ফ্যান-ফলোয়ার্স তাকে কতটা ভালোবাসে। হয়তো এ কারণে তিনি বাংলাদেশের সুপারস্টার। সত্যি কথা বলতে সিনেমার মাধ্যমে একজন শাকিব খান ওঠা বা তার কাছাকাছি অবস্থানে পৌঁছানো যে কতটা ডেডিকেশনের ব্যাপার, যারা এখানে কাজ করেন তারা হয়ত ভালো করে বোঝেন। আমার বিশ্বাস বাংলাদেশের সিনেমাও জানে শাকিব খানকে কতটা দরকার! দ্রুত সবকিছুর সুষ্ঠু সমাধান হোক।’
ইমন-নিরবের পাশাপাশি চিত্রনায়ক জিয়াউল রোশানও পোস্ট করেছেন শাকিব খানকে নিয়ে। লিখেছেন, ‘খুব আফসোস হয় যখন দেশের সম্পদদের ইমেজ নিয়ে কেউ কথা বলে। একদিকে শাকিব খান ভাই অন্যদিকে সাকিব আল হাসান ভাই। ওনারা আমাদের দেশের দুটি মূল্যবান সেক্টরকে লিড করছেন। শাকিব খান ভাই সম্পর্কে চলমান সমস্যার সমাধান প্রত্যাশা করছি এবং সেটা অতি দ্রুত। যারা দেশের বিরাট একটা অংশের স্বার্থকে টিকিয়ে রেখে সফলতা দিয়ে যাচ্ছে, তাদের প্রতি সাপোর্ট ও ভালোবাসা আমাদের সবার থাকা উচিত। আগে শাকিব ভাইকে সিনেমা হিরো হিসেবে পছন্দ করতাম। আর এখন ভালোবাসি জয় ও শেহজাদের বাবা হিসেবে।’
চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তার ফেসুবকে লিখেছেন, ‘শাকিব খান একজনই। খুব ডেডিকেশন, প্যাশন আর সঙ্গে ভক্তকুলের ভালোবাসায় একজন শাকিব খান হয়ে ওঠা সম্ভব। এ কারণে তিনি বাংলাদেশের সুপারস্টার। সত্যি কথা বলতে সিনেমার মাধ্যমে একজন শাকিব খান হয়ে ওঠা বা তার কাছাকাছি অবস্থানে পৌঁছানো যে অনেকটা ডেডিকেশনের ব্যাপার। আমার বিশ্বাস বাংলাদেশের সিনেমাও জানে শাকিব খানকে কতটা দরকার। শুধু বাংলাদেশে এই সব আর্টিস্ট জন্ম নিয়েছে বলে তাদের অনেক সমস্যা ফেইস করতে হয়। অন্য দেশে জন্ম নেওয়া দরকার ছিলে এই সব লিজেন্ডদের। দোয়া করি দ্রুত সবকিছুর সুষ্ঠ সমাধান হোক এবং তুমি সবার মাঝে ফিরে আসো, সবার ভালোবাসা নিয়ে। আবার অনেক হিট ছবি জন্ম দাও।’
রাজ রিপা নামের আরেক নায়িকা লিখেছেন, ‘একজন প্রাপ্তবয়স্ক নারী ধর্ষণ হয় তাও দেশ-বিদেশের একজন খ্যাতিমান সুপারস্টারের দ্বারা। এটা কীভাবে সম্ভব? সত্য-মিথ্যা যাচাই না করে এসব কথা আমাদের বিশ্বাস না করাই ভালো। একজন শিল্পী দেশের সম্পদ। আমাদের দেশের সম্পদগুলোকে আমাদেরই টিকিয়ে রাখতে হবে।’