এল ক্লাসিকো নিয়ে উন্মাদনাটা হয়তো আগের পর্যায়ে নেই। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ বা নেইমারের বিদায়ে সোনালি সময় পেছনে ফেলে এসেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ছেড়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলকেই বিদায় বলেছেন গ্যারেথ বেল। থাকার মধ্যে টিকে আছেন করিম বেনজেমা। তারপরও ফুটবলের এই ধ্রুপদী লড়াই রোমাঞ্চিত করে ফুটবল্প্রেমীদের। এল ক্লাসিকো মানেই উত্তাপ ছড়ানো লড়াই, রেকর্ড বুকে তোলপাড়।
রোববার (১৯ মার্চ) লা লিগায় টুর্নামেন্টটির রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল দ্বিতীয় সর্বোচ্চ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। এল ক্লাসিকো নামে পরিচিত এই ধ্রুপদী লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এ নিয়ে টানা তিনটি ক্লাসিকোতে রিয়ালকে হারাল বার্সেলোনা। ২০১১ সালে পেপ গার্দিওলার অধীনে টানা তিনটি ক্লাসিকো জয়ের কীর্তি গড়েছিল বার্সা। জাভি হার্নান্দেজের অধীনে এক যুগ পর এমন কীর্তির পুনরাবৃত্তির দিন ক্যাম্প ন্যুতে খেলা দেখতে এসেছিলেন গার্দিওলা। সাবেক গুরুর সামনেই তার রেকর্ডে ভাগ বসালেন জাভি।
এই জয়ের দিন দারুণ এক মাইলফলক ছুঁয়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এটি বার্সেলোনার ১০০তম জয়। শততম জয়ের পাশাপাশি বার্সেলোনা এদিন ন্যু ক্যাম্পে রিয়ালের বিপক্ষে কাটিয়েছে জয়খরা। ২০১৮ সালের পর নিজেদের মাঠে রিয়ালকে হারতে পারেনি কাতালান জায়ান্টরা। কোচ জাভি হার্নান্দেজ ঘরের মাঠে প্রথম সাক্ষাতেই হারিয়ে দিলেন লস ব্লাঙ্কোসদের। জাভির অধীনে পাঁচ এল ক্লাসিকো ম্যাচের তিনটিতেই জয়ের দেখা পেল বার্সা।
মুখোমুখি লড়াইয়ে অবশ্য বার্সেলোনার চেয়ে এখনো এগিয়ে রিয়াল। ২৫৩ বারের দেখা রিয়ালের জয় ১০১ ম্যাচে। ২০২২ সালের ১৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে শততম জয়ের দেখা পায় রিয়াল। প্রতিযোগিতামূলক ম্যাচে স্পেনের বাইরে সেবারই প্রথম একে অন্যের মুখোমুখি হয়েছিল দুদল।
গোল করার দিক দিয়েও এগিয়ে আছে রিয়াল। কাতালান জায়ান্টদের বিপক্ষে লস ব্লাঙ্কোসরা এখন পর্যন্ত গোল করেছে ৪২০টি, অন্যদিকে বার্সা করেছে ৪১৫টি গোল।
তবে একুশ শতকে দ্বৈরথে রিয়ালের চেয়ে এগিয়ে আছে বার্সা। ২০০০ সালের পর থেকে দুদল মুখোমুখি হয়েছে ৬৬ বার। যেখানে কাতালানদের জয় ২৬ ম্যাচে, মাদ্রিদিস্তারা জয় পেয়েছে ২৩ ম্যাচে। বাকি ১৭ ম্যাচে আসেনি ফল। এ সময়ে গোল করাতেও এগিয়ে বার্সা। রিয়ালের জালে তারা বল পাঠিয়েছে ১৪ বার, বিপরীতে রিয়াল গোল করেছে ৯৫বার।