সম্প্রতি শাকিব খানের নামে মানহানি, ধর্ষণ, সিনেমার শিডিউল ফাঁসানোসহ বেশকিছু অভিযোগ করেছেন রহমত উল্লাহ নামে এক কথিত প্রযোজক। অস্ট্রেলিয়ায় বর্বর ধর্ষণকারী হিসেবে পুলিশের নথিতে উঠে এসেছে ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক শাকিব খানের নাম।
এরই মধ্যে অস্ট্রেলিয়া পুলিশের একটি রিপোর্টের কপি পৌঁছেছে সংবাদমাধ্যমের হাতে। যে রিপোর্টে দেখা গেছে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাকিব খান ওরফে রানা। ক্যারিয়ারের প্রথমবার অস্ট্রেলিয়া গিয়েই এমন ধর্ষণকাণ্ড ঘটিয়েছেন ঢাকাই সিনেমার এ নায়ক। শাকিব খানের বিষয়ে পুলিশ রিপোর্টে এমন তথ্যই মিলেছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সেন্ট জর্জ পুলিশ স্টেশনে ধর্ষণের অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার ওই নারী নিজেই। মামলার সাক্ষী হয়েছেন প্রযোজক রহমত উল্লাহ। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তার নাম ম্যাথিউ জন ক্রুকসন।
পুলিশ রিপোর্টে জানা যায়, ১৩ সেপ্টেম্বর ২০১৬ রাতে নভোটেল দ্য গ্র্যান্ড প্যারেড অ্যাপার্টমেন্ট ৭২১ ব্রাইটন লা স্যান্ডস হোটেল কক্ষে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত সময়ে ওই নারীকে ধর্ষণ করেন শাকিব খান।
অস্ট্রেলিয়ার পুলিশ ইনভেস্টিগেশন করে মেডিকেল রিপোর্ট অনুযায়ী তাদের রিপোর্টে জানিয়েছে, ধর্ষণকারী শাকিব খান মদ্যপ অবস্থায় মাতাল হয়ে ওই নারীকে নির্মমভাবে যৌনাচার চালিয়েছেন।
পুলিশ অভিযোগে আরও বলা হয়েছে, শাকিব খান রানা একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। ভুক্তভোগী তার চাচা রহমত উল্লাহর ফিল্ম প্রযোজনা প্রতিষ্ঠানে প্রডিউসার হিসেবে কাজ করেন।
অস্ট্রেলিয়ায় শাকিব খানের সঙ্গে ওই নারীর প্রথম দেখা হয় ৩১ আগস্ট ২০১৬।