দিন দশেক আগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে পিএসজি। ইউরোপের মঞ্চ থেকে বিদায় নেয়ার পর প্রথমবারের মতো ঘরের মাঠে খেলতে নামছেন লিওনেল মেসিরা।
রোববার (১৯ মার্চ) পার্ক দেস প্রিন্সেসে তাদের প্রতিপক্ষ রেনে। এ ম্যাচে মেসি সমর্থকদের উপহাসের শিকার হতে পারেন বলে মনে করেন ব্রাজিল ও লিঁওর সাবেক ফুটবলার জুনিনহো।
জুনিনহো বলছেন, সমর্থকরা মেসিকে নিয়ে উপহাস করলে তিনি মোটেই অবাক হবেন না। আরএমসি স্পোর্টে কথা বলার সময় তিনি জানান, ‘ও মেসি হলেও কিন্তু মানুষ। সমর্থকদের মনে বায়ার্ন ম্যাচটা মনে থাকার কথা। যে কারণে তাকে উপহাস করা হলে আমি মোটেই অবাক হব না।’
সব প্লেয়ারই চেষ্টা করে সেরাটা খেলতে। মেসিসহ পিএসজির তারকারাও তো এর ব্যতিক্রম নন। তবুও কেন উপহাস হবে মেসিকে নিয়ে? জুনিনহো বলেন, ‘আমরা খেলি, বেতনও পাই। এমন একটা কাজ করি, যেটা আমাদের অনেক পছন্দ। কিন্তু দিনশেষে সবকিছুই কিন্তু সমর্থকদের জন্য।’
মেসি এ মৌসুমে আছেন নিজের সেরা ছন্দে। ক্লাবের হয়ে ৩১ ম্যাচে ১৮ গোল এবং ১৭টি অ্যাসিস্ট করেছেন তিনি। তবুও তার উপহাসের শিকার হওয়া লাগতে পারে বলে মত জুনিনহোর। এই ব্রাজিলিয়ান বলেন, ‘মেসি এই মৌসুমে ৩৫ গোল করলেও তাকে উপহাস করাটা স্বাভাবিক। সমর্থকদের এই অধিকার আছে। লিগ ওয়ানে ওরা (পিএসজি) আধিপত্য বিস্তার করে খেলে। কিন্তু ওদের আক্রমণের ধারে ঘাটতি দেখে আমি অবাক হই।’