ভয়াবহ ভূমিকম্পের পর এবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। দুইদিনের টানা বৃষ্টিতে দেশটির দক্ষিণাঞ্চলের রাস্তা-ঘাট, ঘর বাড়ি ডুবে গেছে। বন্যায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত তুরস্ক। ভূমিকম্পের ক্ষত না সারতেই এবার বন্যায় নাকাল তুরস্কের দক্ষিণাঞ্চল। টানা দুইদিনের বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে ভূমিকম্প দুর্গত তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে।
ভূমিকম্পে ঘর বাড়ি হারিয়ে তাঁবুতে বাস করা মানুষেরা এতে চরম বিপাকে পড়েছেন। সানলিউরফা ও আদিয়ামানে এ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। ভেসে গেছে যানবাহন। ডুবে গেছে একটি হাসপাতালও।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অনেকেই কন্টেইনারে বাস করছিলেন। আদিয়ামানে এমনই বেশ কয়েকটি কন্টেইনার ভেসে গেছে। পানিবন্দিদের সরিয়ে নেয়ার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। বন্যায় শিশুসহ অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দুদেশের প্রায় ৫৫ হাজার মানুষ প্রাণ হারান। তুরস্কের ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এ ভূমিকম্পের পর হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে তাঁবুতে বাস করছিলেন।