কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী ‘আরসা’র দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৫ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৩) ও একই ক্যাম্পের আবদুস ছালামের ছেলে মো. শাকের (৩৩)। তাদের বিরুদ্ধে নানা অপরাধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে আরসার দুই সদস্যকে ১৮ নম্বর ক্যাম্প থেকে আটক করা হয়। তাদের সংশ্লিষ্ট মামলায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।