ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক রাজামৌলির সিনেমা ‘আরআরআর’- এর হাত ধরে তেলেগু সিনেমায় মিললো প্রথম অস্কার। এবার অস্কারের মঞ্চে এই সিনেমার ‘নাটু নাটু’ গানটি পেল ‘বেস্ট অরিজিন্যাল সং’ বা সেরা মৌলিক গানের সম্মান।
‘বেস্ট অরিজিন্যাল সং’- এই বিভাগের অন্যান্য মনোনয়নগুলো হলো, অ্যাপলস, হোল্ড মাই হ্যান্ড, লিফট মি আপ এবং দিস ইজ আ লাইফ।
কালো গাউনে অস্কারের মঞ্চে অপরূপা রূপে ধরা দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কেননা এবার অস্কারের অন্যতম উপস্থাপক তিনি। ‘নাটু নাটু’ গানের পারফরম্যান্সের আগে মঞ্চে শিল্পীদের আহ্বান জানান দীপিকা।
অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের পারফর্ম করেন গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। গানের তালে পা মেলান আমেরিকান ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিয়েব। তাকে সঙ্গ দেন একঝাঁক শিল্পী। ক্ষণিকের জন্য দুই নৃত্যশিল্পীকে দেখে রামচরণ ও এনটিআর জুনিয়র বলেও ভুল করেছেন অনেকে।
পারফরম্যান্স শেষে করতালিতে চারপাশ মুখর করে তোলেন উপস্থিত দর্শকরা। ‘আরআরআর’- এর ‘নাটু নাটু’ পেল স্ট্যান্ডিং ওভেশন। পারফরম্যান্সের কিছুক্ষণ পরেই অস্কারের শিরোপা গ্রহণ করেন সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণীর।
এর আগে ‘গোল্ডেন গ্লোবস’ ও ‘ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড’ এর মঞ্চে সেরা মৌলিক গানের শিরোপা জয় করেছে ‘নাটু নাটু’ গানটি।