যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত শরণার্থী আইনকে ‘খুবই উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। আইনটি জরুরিভিত্তিতে আশ্রয় দরকার এমন শরণার্থীদেরও যুক্তরাজ্য আটকে দেবে বলে আশঙ্কা করেছে সংস্থাটি। খবর বিবিসির।
প্রতিবছর হাজার হাজার অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে বিপদজনক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করে। গত দুইবছরে এই হার পাঁচগুণ বেড়েছে। চ্যানেল পাড়ি দিতে গিয়ে অতল সাগরে হারিয়েও গেছেন অনেকে।
অবৈধভাবে ব্রিটেনে আসা এসব অভিবাসীদের প্রবেশ ঠেকাতে নতুন আইন করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। মঙ্গলবার (৭ মার্চ) পার্লামেন্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যারা প্রবেশের চেষ্টা করবে তাদকে আটক করে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে। অন্যদিকে, আইনটি বাস্তবায়ন করতে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঋসি সুনাক।
ব্রিটিশ সরকারের প্রস্তাবিত নতুন অভিবাসী আইন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটির যুক্তরাজ্য বিষয়ক প্রতিনিধির ভিকি টেনেন্ট বলেছেন, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হতে পারে। ইংলিশ চ্যানেল বন্ধের কোনো প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি।
২০২২ সালে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেছে ৪৫ হাজারের বেশি অভিবাসী যাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নাগরিক।