ভারতে নয়াদিল্লির ভজনপুর এলাকায় হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে ধসে পড়েছে একটি বহুতল ভবন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঘটনাটি ঘটেছে বুধবার (৮ মার্চ) বিকেলে। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, বিকেল ৩টা ৫ মিনিটে ফায়ার বিভাগ ভবন ধসের খবর পায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন দমকলকর্মীরা।
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দিল্লি ফায়ার সার্ভিস।
উত্তর-পূর্ব দিল্লির সাইঁ বাবা মন্দিরের কাছে ধসেপড়া ভবনটির মালিকের নাম আরিফ মালিক বলে জানা গেছে। ২০ বছর আগে তৈরি ভবনটি কিছুদিন আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, এর আগে ১ মার্চ উত্তর দিল্লির রোশনারা রোডে চারতলা একটি ভবনে আগুন ধরার পর সেটি ধসে পড়ে। তবে ওই ঘটনায় কারও প্রাণহানি হয়নি।