মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি ॥
শরীয়তপুরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে সকালে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের নেতৃত্বে বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে পুলিশ প্রসাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আনসারসহ আপামর জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতার তর্জনীর ইশারায় গর্জে উঠেছিল বাঙালিরা। স্বাধিকার আন্দোলনে বাঙালি জাতিকে আরও সুগঠিত ও সুসংগত করতে জাতির পিতার এ ভাষণ ছিল ইতিহাসে অনন্য এক নজির।
বাঙালি জাতির জীবনে এক স্মরণীয় দিন। পরবর্তীতে শিশুকন্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন, ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, কলেজ পর্যায়ে রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। বাদ জোহর জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদসহ বিভিণœ মসজিদ ও মন্দিরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।