রাশিয়াকে চীনের পক্ষ থেকে সম্ভাব্য সহায়তার বিষয়টিকে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সঙ্গে তুলনা করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী শিন গ্যাং।
মঙ্গলবার (৭ মার্চ) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে কথা বলেন। খবর সিএনএনের।
শিন গ্যাং প্রশ্ন করে বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে কেন রাশিয়াকে সহায়তা করতে চীনকে বাধা দিচ্ছে।’ এ সময় তিনি আরও বলেন, ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের তাইওয়ান ইস্যুতে হস্তক্ষেপ করার বিষয়টি ‘অযৌক্তিক’ এবং এটি ‘চীনা জনগণের অভ্যন্তরীণ বিষয়।’
চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এই ইস্যুতে অন্য কোনো দেশের হস্তক্ষেপ করার অধিকার নেই।’
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাইওয়ানকে নিজ ভূখণ্ড হিসেবেই দেখে এবং চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের ‘পুনরেকত্রীকরণ’ করার জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগের বিষয়টিও কখনো উড়িয়ে দেননি। তাইওয়ানকে নিয়ন্ত্রণে প্রয়োজনে শক্তি প্রয়োগের বিষয়টির পুনরাবৃত্তি করেন শিন গ্যাংও।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের জন্য সর্বোচ্চ আন্তরিকতা এবং সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। তবে আমরা সব প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা নেয়ার অধিকারও সংরক্ষণ করি।’
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে শিন গ্যাং বলেন, ‘চীন কোনো সংকট তৈরি করেনি এবং আমরা কোনো পক্ষও নই। আমরা কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করিনি।’