মাস্ক কম পরতে চান সুন্দর চেহারার মানুষরা। এমনটাই উঠে এসেছে এক গবেষণা থেকে। দক্ষিণ কোরিয়ার সিউল জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন গবেষকের গবেষণার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম এনপিআর-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২০ সালের শুরুতে পৃথিবীতে করোনা মহামারি হানা দেওয়ার পর অধিকাংশ মানুষই মাস্ক পরতে শুরু করেছিলেন। তবে যারা নিজেদের সুন্দর বলে মনে করেন, তাদের মাস্ক পরায় আগ্রহ কম। বিপরীতে যারা তুলনামূলক কম সুন্দর তাদের মাস্ক পরায় আগ্রহ বেশি।
ফ্রন্টিয়ার্স অব সাইকোলজি জার্নালে প্রকাশিত ওই গবেষণাপত্র অনুসারে, মোট ১ হাজার ৩০ জন মানুষের ওপর জরিপ চালিয়ে গবেষকরা এ সিদ্ধান্তে আসেন। চলতি বছরের জানুয়ারি শেষের দিকে এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়।
গবেষকরা জরিপে অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করেছিলেন, ‘তারা নিজেদের কতটা আকর্ষণীয় বা সুন্দর মনে করেন’, ‘তারা মাস্ক পরতে আগ্রহী কি না’, ‘কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে, যেমন চাকরির ইন্টারভিউয়ের সময় কিংবা রাস্তায় কুকুর নিয়ে হাঁটার সময় তারা মাস্ক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কি না’ ইত্যাদি।
এসব প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে গবেষকেরা জানতে পেরেছেন, যারা নিজেদের দেখতে সুন্দর বা আকর্ষণীয় মনে করেন, তারা মাস্ক পরতে চান না। তারা মনে করেন, মাস্ক পরলে তাদের কম সুন্দর দেখাবে। অন্যদিকে যারা নিজেদের কম আকর্ষণীয় ও কম সুন্দর মনে করেন, তারা মাস্ক পরতে বেশি আগ্রহী।
গবেষণা নিবন্ধে আরও বলা হয়, নিজেদের দেখতে সুন্দর মনে করা উত্তরদাতারা বলেছেন, তারা চাকরির ইন্টারভিউয়ের সময়ও মাস্ক পরতে চান না। অন্যদিকে নিজেদের কম সুন্দর মনে করা গোষ্ঠী বলেছেন, তারা বিশেষ পরিস্থিতিতে (ইন্টারভিউয়ের সময়) মাস্ক পরতে চান।
দক্ষিণ কোরিয়ার সিউল জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন গবেষক সেউং ইউন চা, জাইল কু ও ইনচেওল চোই এ গবেষণা চালিয়েছেন। তারা বলেছেন, গবেষণা থেকে আমরা বুঝতে পেরেছি, করোনার হাত থেকে বাঁচতে মানুষ মাস্ক পরা শুরু করলেও করোনা পরবর্তী সময়ে অনেকেই মাস্ক পরছেন না। বিশেষ করে যারা নিজেদের দেখতে সুন্দর মনে করেন, তাদের মাস্ক পরায় আগ্রহ কম।