Homeআন্তর্জাতিকভারতে এবার স্বর্ণখনি আবিষ্কার

ভারতে এবার স্বর্ণখনি আবিষ্কার

ভারতের জম্মু-কাশ্মীরে লিথিয়ামের পর এবার ওড়িশা রাজ্যের পৃথক নয় স্থানে স্বর্ণখনি আবিষ্কার হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি রাজ্য সরকারের এক ঘোষণায় এসব তথ্য জানানো হয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইর এক প্রতিবেদনে বলা হয়েছে, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই) সমীক্ষায় জানিয়েছে, ওড়িশার তিনটি জেলায় স্বর্ণখনি পাওয়া গেছে।

ওড়িশার ইস্পাত ও খনিমন্ত্রী প্রফুল্ল মল্লিক রাজ্য বিধানসভায় জানিয়েছেন, ওড়িশার তিনটি জেলার বিভিন্ন জায়গায় স্বর্ণখনি আবিষ্কার হয়েছে। বিধায়ক সুধীর কুমার সামালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খনি অধিদফতর ও জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সমীক্ষায় দেওগড়, কেওনঝড় ও ময়ুরভঞ্জের মতো তিনটি জেলায় স্বর্ণখনির খোঁজ মিলেছে।

এর আগে গত মাসে ভারতের জম্মু ও কাশ্মীরে লিথিয়াম খনির সন্ধান পাওয়া যায়। গত ৯ ফেব্রুয়ারি দেশটির কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে এ তথ্য জানায়। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) তথ্য মতে, জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলার সালাল-হাইমানা অঞ্চলে আবিষ্কৃত ওই খনিতে ৫৯ লাখ মেট্রিক টন লিথিয়াম মজুত রয়েছে।

Exit mobile version