মেহেদী হাসান, শরীয়তপুর ॥
ন্যাশনাল ব্যাংক, শরীয়তপুর শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। সোমবার বিকালে ন্যাশনাল ব্যাংক শরীয়তপুর সদর শাখায় এ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতি বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে এ আর্থিক সাক্ষরতা দিবস পালন করা হয়।
সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি যথাযথভাবে পালন করা হয়। আর্থিক সাক্ষরতা দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আর্থিক সাক্ষরতা স্বচ্ছলতার নিশ্চয়তা”। উক্ত আলোচনা সভায় শরীয়তপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীসহ অন্য অন্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিদ্যলয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক সাক্ষরতা দিবস কি? কেনো এ দিবসের গুরুত্ব এ বিষয়ে বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংক শরীয়তপুর সদর শাখার ম্যানেজার মোঃ আকরাম হোসেন। এ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রশিদ রিপন, ন্যাশনাল ব্যাংক শরীয়তপুর শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।