একজন টেনিস তারকা কীভাবে একটি ক্রিকেট দলের মেন্টর হতে পারেন? এমন প্রশ্ন যে কারোরই প্রশ্ন জাগবে, তা স্বাভাবিক। তবে এমনটাই হয়েছে। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা নারীদের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মেন্টর হয়েছেন। কিন্তু ক্রিকেট সম্পর্কে কিছু জানেন তিনি?
কিছুদিন আগেই টেনিস থেকে বিদায় নিয়েছেন নারীদের টেনিসে সাবেক নম্বর ওয়ান এই ভারতীয় তারকা। তারপরই তিনি নারী অ্যাথলেটদের যে কোনোভাবে সাহায্য করার কথা ভাবছিলেন। আর এরপরই তাকে করা হয় আরসিবির মেন্টর। শনিবার (৪ মার্চ) টুইটারে একটি ভিডিও পোস্ট করে সানিয়া তার দল নিয়ে কথা বলেন। সেখানে স্বভাবতই চলে আসে তার ক্রিকেট নিয়ে ধারণার কথা। যার উত্তরও নিয়েছেন শোয়েব মালিকের স্ত্রী।
টুইটারে পোস্ট করা ভিডিওতে সানিয়া বলেন, ‘আমি ক্রিকেট সম্পর্কে কিছুই জানি না। যখন আমাকে মেন্টর বানানো হয় ভাবছিলাম, কী করব আমি? মেয়েদের সঙ্গে কী নিয়ে কথা বলব?’
কিন্তু এত দিন নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, মেয়েদের কীভাবে মানসিক শক্তি জোগানো যায় তা হয়তো জানা আছে সানিয়ার। ভিডিওতে সানিয়া বলেন, ‘কিছুদিন আগে আমি অবসর নিয়েছি। ভাবছিলাম আমার জীবনের পরবর্তী ধাপ কী? এরপর সিদ্ধান্ত নিই, ভারত এবং ভারতের বাইরের নারী অ্যাথলেটদের সাহায্য করব আমি। যেকোনো খেলায় মানসিক দিকটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি ২০ বছর ধরে সামাল দিয়ে গেছি।’
টেনিস ও ক্রিকেট দুইটি ভিন্ন খেলা হলেও, দুটিই যে একই মানসিকতা নিয়ে খেলতে হয় তা মনে করিয়ে দিলেন সানিয়া। ভারতের সাবেক টেনিস তারকা বলেন, ‘আমি ব্যক্তিগত খেলায় ছিলাম। যে কারণে ফটোশুট, গণমাধ্যমের মনোযোগ সবকিছু নিজেকে একা সামলাতে হতো। সেখান থেকে ভাবলাম যে এই বিষয়টায় তো মেয়েদের আমি সহায়তা করতে পারি। চাপ অনুভব করা স্বাভাবিক বিষয়, কিন্তু সেটা সামাল দেয়ার পদ্ধতি জানতে হবে। আশপাশের চেঁচামেচি থেকে দূরে থাকা শিখতে হবে।’