লিগ ওয়ানে শনিবার (৪ মার্চ) ন্যান্তেসের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে পিএসজি। এই ম্যাচে পিএসজির হয়ে প্রথম গোলটি করেছেন লিওনেল মেসি। আর এই গোল করেই অনন্য এক রেকর্ড গড়ে ফেলেছেন আর্জেন্টাইন জাদুকর।
ন্যান্তেসের বিপক্ষে ম্যাচের ১২তম মিনিটে গোল করে ম্যাচটা স্মরণীয় করে রেখেছেন মেসি। এই গোলের ফলে ক্লাব ক্যারিয়ারে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি।
২০ বছরের দীর্ঘ ক্লাব ক্যারিয়ারে মেসি দুইটি ক্লাবে খেলেছেন। বার্সেলোনা ও পিএসজি মিলিয়ে ৭০১ গোল ও ২৯৯ অ্যাসিস্ট রয়েছে তার নামে। আর এই গোল আর অ্যাসিস্ট মিলিয়ে ১০০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।
এদিকে এই ম্যাচটি আরেকটি কারণে স্মরণীয় হয়ে থাকবে মেসির জন্য। ২০২২-২৩ মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা মেসি এ গোলে দাঁড়িয়ে আছেন মাইলফলকের সামনে। এটি মেসির পেশাদার ক্যারিয়ারের ৭৯৯তম গোল। আর মাত্র একটি গোল হলেই ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আট শতাধিক গোল করাদের তালিকায় যোগ দেবেন তিনি।
পিএসজিতে যোগ দেয়ার পর প্রথম মৌসুমটা ভালো না কাটলেও চলতি মৌসুমটা দারুণ কাটছে মেসির। লিগের পাশাপাশি জাতীয় দলেও আলো ছড়াচ্ছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। গত বছর আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ। যার কারণে গত সপ্তাহে অনুষ্ঠিত ফিফা দ্য বেস্টের পুরস্কারটিও গিয়েছে তার হাতে।