ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দেশটির ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ইতালির কোস্টগার্ডের বরাতে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় প্রায় ৪০ জন সাঁতরে তীরে উঠতে পেরেছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নৌকাটি কোথা থেকে যাত্রা করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে অ্যাডনক্রোনোস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের প্রায় ১০০ জনেরও বেশি অভিবাসী বহন করছিল নৌকাটি। বৈরী আবহাওয়ার কারণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় এটি।
ইতালীয় বার্তাসংস্থা এজিআই জানিয়েছে, মৃতদের মধ্যে একটি নবজাতক এবং বেশ কয়েকটি শিশু রয়েছে।
উন্নত জীবনের আশায় প্রতিনিয়ত অবৈধভাবে সাগরপাড়ি দিয়ে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করেন। বিপজ্জনক এ পথ পাড়ি দিতে গিয়ে প্রাণহানির ঘটনাও নতুন নয়।
ইন্টারন্যাশনাল অর্গনাইজেশন ফর মাইগ্রেশনস মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে সমুদ্র পাড়ি দিতে গিয়ে অন্তত ২০ হাজার ৩৩৩ জনের মৃত্যু হয়েছে।