রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি।।
বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ (সিইএমবি) আইন- ২০১৭ ও বাল্যবিবাহ নিরোধ বিধিমালা -২০১৮ জাতীয় কর্মপরিকল্পনা আওতায় পঞ্চগড়ে মিডিয়া বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর পঞ্চগড় এবং আরডিআরএস বাংলাদেশ শাখার পৃষ্ঠপোষকতায় প্রশাসক সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন সভা হয়েছে।
বাল্যবিবাহ প্রতিরোধ বিধিমালা আইন ওরিয়েন্টেশন সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল কাদের,সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মামুন কাওসার শেখ, সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ মিজানুর রহমান, বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় জেলা সমস্বয়কারী ঝরণা বেগম, সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা।