দশ দফা দাবিতে পটুয়াখালী জেলা বিএনপির পদযাত্রায় লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় বিএনপির ছয় নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসতে শুরু করে। সকাল ৯টায় পটুয়াখালী কার্যালয়ের সামনে জেলা বিএনপি পদযাত্রা শুরু করলে পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ মিছিলে লাঠিচার্জ করলে এতে বিএনপি ৬ নেতাকর্মী আহত হয়েছেন। বর্তমানে জেলা বিএনপির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক আবদুল রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে বনানী মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকন কুদ্দুসর রহমান, সহসাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পদযাত্রা শুরু করলে তারা রাস্তায় নেমে শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটায়, আমরা সড়ক স্বাভাবিক রাখতে তাদের সরে যেতে বলি। এরপরও তারা সড়ক অবরোধ করে রাখেন।