জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দান করায় ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনেও হেরে গেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম। বুধবার (২২ ফেব্রুয়ারি) লন্ডনের একটি অভিবাসন আদালত শামীমা বেগমের বিরুদ্ধে এই রায় দিয়েছে।
ফলে শামীমা বেগম আর ব্রিটেনে ফিরতে পারছেন না। সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের উত্থান ঘটে। ২০১৫ সালে ওই জঙ্গি গোষ্ঠীতে যোগ দিতে ব্রিটেন ছেড়েছিলেন সেই সময় মাত্র ১৫ বছর বয়সী শামীমা বেগম।