টানা বৃষ্টিতে গত বছরের শেষ দিকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় সৌদি আরবে। তবে সেই বৃষ্টিই যেন বয়ে এনেছে এক ‘বিরল সৌন্দর্য’, অতিরিক্ত বৃষ্টির পর ‘ওয়াইল্ড ল্যাভেন্ডার’ বা বেগুনি ফুলে ছেঁয়ে গেছে দেশটির উত্তরাঞ্চলের মরুভূমি। যা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।
বেগুনি ফুলে ছেঁয়ে থাকা মরুভূমির ‘বিরল দৃশ্য’ দেখতে প্রায় ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে সম্প্রতি ইরাক সীমান্তের কাছাকাছি রাফহা শহরে পৌঁছান সৌদি বাসিন্দা মুহাম্মাদ আল-মুতাইরি। বার্তা সংস্থা এএফপিকে ৫০ বছর বয়সী অবসরপ্রাপ্ত এ শিক্ষক বলেন, ‘সৌদি আরবে এমন দৃশ্য কেউই আশা করে না।’
বেগুনি ফুলগুলো সৌদি আরবে ওয়াইল্ড ল্যাভেন্ডার নামে পরিচিত উল্লেখ করে তিনি বলেন, ‘এই সুগন্ধ ও দৃশ্য আত্মাকে সতেজ করে তোলে।’
শুকিয়ে যাওয়ার আগে মরুভূমিতে বেগুনি ফুলের এ সমারোহ দেখতে রিয়াদ থেকে ৭৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন নাসের আল-কারানি। ৫৫ বছর বয়সী এ সৌদি ব্যবসায়ী বলেন, ‘এমন দৃশ্য বছরে ১৫ থেকে ২০ দিন দেখা যায়। তাই আমরা এটি উপভোগ করতেই এখানে আসি।’
মরুভূমিতে তাঁবু টানিয়ে এবং একপাশে আগুন জ্বালিয়ে বন্ধুদের সঙ্গে গরম চায়ে চুমুক দিতে দিতেই ফুলেল দৃশ্য উপভোগ করেন নাসের। বলেন, ‘এমন পরিবেশ আমাকে স্বস্তি দেয়।’
নাসেরের মতো আরও অনেক দর্শনার্থীই মরুর বুকে তাঁবু টানিয়ে, আগুন জ্বালিয়ে খাবার খেতে খেতে বেগুনি ফুলের সুগন্ধ ও দৃশ্য উপভোগ করছেন।