আমিনুর রহমান খোকন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার (২০ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মোমরেজ আলী। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, জেলা পরিষদ সদস্য গোলাম নুরাণী আলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন, উপজেলা কৃষকলীগ সভাপতি অমিত কুমার ব্যানার্জী বাপ্পী। মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির যন্ত্রপাতির প্রদর্শণী রয়েছে। এ মেলা আগামী বুধবার পর্যন্ত চলবে।