ভারতের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচনের বাংলোর নাম ‘প্রতীক্ষা’। এ বাড়ির সামনেই এক নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০.১০মিনিটে অমিতাভ বচ্চনের আবাস ‘প্রতীক্ষা’-এর সামনে এক নারীর শ্লীলতাহানির চেষ্টা করেন অটোচালক।
অভিযুক্ত সেই অটো চালকের নাম অজয় ওয়াঘেলা। অটোচালক অজয় রাত ১০টায় জুহু এলাকার ১০ নম্বর রোডের কাছে এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখেন। রাস্তার পরিবেশ একটু নীরব থাকায় সেই অটোচালক অভিযোগকারী নারীর সঙ্গে অশোভন আচরণ করতে শুরু করে।
ওই মুহূর্তে সেই অভিযোগকারী নারী চিৎকার করা শুরু করলে নিজের অটো নিয়ে পালিয়ে যায় অটোচালক অজয়। এরপরই সঙ্গে সঙ্গে জুহু থানায় অভিযোগ দায়ের করেন ওই নারী।
অভিনেতা অমিতাভের বাসার সামনেও এমন ঘটনা ঘটায় রাস্তায় নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলেছে প্রত্যক্ষদর্শীসহ নেটিজেনরা।
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নম্বর ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ ২৪ ঘণ্টা পর গ্রেফতার করতে সক্ষম হন ওই অটোচালককে।
এরপরই শনিবার ( ১৮ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমে এ বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনার ন্যায় ও সঠিক বিচার আশা করছে, ভারতবাসী ও অমিতাভ অনুরাগীরা।