চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে সুখবর পেয়েছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। ইনজুরির কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা থাকলেও, মাত্র ১২ দিনের ব্যবধানে সুস্থ হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপ্পে। ইতোমধ্যে, সতীর্থদের সঙ্গে অনুশীলনেও ফিরেছেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লেকিপের দাবি, পূর্ণ ফিট থাকলে বায়ার্নের বিপক্ষে ম্যাচেও তাকে পাবেন কোচ ক্রিস্টফার গালতিয়ের।
শনির দশা কাটছেই না। দুশ্চিন্তা আর অশান্তির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে বছরের শুরু থেকে। মাঠের খেলায় একেবারেই ছন্দ নেই পিএসজির। এমন অস্থিতিশীল অবস্থায় দিশেহারা কোচ ক্রিস্টোফার গালতিয়েরও।
ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়ে কোচের চিন্তাটা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। দলের আক্রমণভাগের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে, নেইমারের পর মেসির ইনজুরি পুড়িয়েছে কোচকে। চাকরি হারানোর দশা হয়েছে তার। এমবাপ্পের লম্বা সময় মাঠের বাইরে থাকার খবরের মাঝে কিছুটা আশার জোগান দিয়েছিল নেইমারের স্কোয়াডে ফেরার খবর।
কিন্তু এরপরই মেসির ইনজুরিতে মাথার ওপর বাজ ভেঙে পড়েছে সবার। শঙ্কা তৈরি হয়েছিল বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার থাকা নিয়েও। তবে সে শঙ্কা দূর হয়েছে।
মেসির ফেরার খবরের পরপরই আরও এক খুশির খবর পেলেন কোচ। গুরুতর ইনজুরির কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা থাকলেও, মাত্র ১২ দিনের ব্যবধানে ফিট হয়ে উঠেছেন এমবাপ্পে। মাঠে ফেরার অপেক্ষায় এ ফ্রেঞ্চ ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন আক্রমণভাগের নির্ভরযোগ্য এই ফুটবলার।
ফ্রেঞ্চ গণমাধ্যম লেকিপের দাবি, বায়ার্নের বিপক্ষে ম্যাচে এমবাপ্পেকে পাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ মিশনের আগে, অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ভেরাত্তিও।
এমন সুখবরে নিশ্চয়ই স্বস্তির সুবাতাস বইছে পিএসজি শিবিরে। বায়ার্নের বিপক্ষে মাঠে নামার আগে, অতীত ইতিহাসও ভাবিয়েছে প্যারিসিয়ানদের। গত পাঁচ বছরের পাঁচ দেখায় তিন বারই হেরেছে প্যারিসিয়ানরা। তবে দলের নির্ভরযোগ্য ফুটবলারদের ফেরার খবরে স্বস্তি নিয়ে মাঠে নামবে তারা।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে পিএসজির মাঠে আতিথেয়তা নেবে বায়ার্ন।