১১ ফেব্রুয়ারি কলকাতা শহরে ছবির উৎসবের দিন। স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্টি ক্রাইম অরগানাইজেশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের ছবির কার্নিভাল।
বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের আবাসিকদের একসঙ্গে ছবি দেখানোর উদ্যোগ নিয়েছে এই সংস্থা। যাদের মুখে এক টুকরো হাসি ফোটানোই পরম পাওনা। বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমের আবাসিকরা বাইরে বেরিয়ে ছবি দেখতে পারেন না। টেলিভিশনের স্ক্রিনই তাদের বিনোদনের একমাত্র মাধ্যম। সেই ভাবনা থেকেই তাদের একটা বিকেল আনন্দে ভরিয়ে দেওয়ার ইচ্ছে এই সংস্থাটির।
এ ছাড়া নতুন পরিচালকদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহ দেওয়ার জন্যও একটা প্ল্যাটফর্মের প্রয়োজন। এই ছবির উৎসব নতুনদের এগিয়ে আসতে সাহায্য করবে।
উৎসবে দেখানো হবে এই প্রজন্মের চার পরিচালকের চারটি ছবি। শিলাদিত্য মৌলিকের ‘আনহ্যাপি এন্ডিংস’, বাবিন দাসের ‘ইছামতি’, শুভজিৎ করের ‘ক্যাফে কলকাতা’ এবং কুমার চৌধুরীর ‘এভরি ড্রপ কাউন্টস’। ১১ ফেব্রুয়ারি নন্দনে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দেখানো হবে ছবিগুলো।