বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের শেষদিকে যোগ দিলেন দুই ক্যারিবীয় তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। দুজনই খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) রাতে নিজেদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা।
দক্ষিণ আফ্রিকান এসএ২০ ও সংযুক্ত আরব আমিরাতের আএলটি-২০ এর মতো জাঁকজমক ফ্র্যাঞ্চাইজি লিগের ভিড়ে খুব একটা বিদেশি তারকা ক্রিকেটারদের দেখা মেলেনি এবারের বিপিএলে। যারা এসেছিল তাদের বেশিরভাগই ছিলেন পাকিস্তানের। কিন্তু পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ডাকে তারাও একে একে বিদায় নিচ্ছে বিপিএলের মাঝপথে। যার কারণে তাদের বদলি বিদেশি ক্রিকেটারের খোঁজে নেমেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
কুমিল্লার দলে ছিলেন পাঁচজন পাকিস্তানি ক্রিকেটার। এর মধ্যে একাদশে নিয়মিত খেলেছেন মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ ও নাসিম শাহ। দলে থাকলেও নিয়মিত খেলার সুযোগ পাননি হাসান আলী ও আবরার আহমেদ।
তাদের স্থলাভিষিক্ত হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ভিড়িয়েছে নারিন ও রাসেলকে। এ দুই ক্যারিবীয় তারকা যোগ দিয়েছেন আইএলটি-২০ থেকে। আরব আমিরাতের এ আসরটি যদিও ১২ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা। তবে তাদের দল আবুধাবি নাইট রাইডার্স ইতোমধ্যে ছিটকে গেছে আসর থেকে। তারা কোয়ালিফাই করতে পারেনি প্লে অফে। সে সুযোগটা কাজে লাগিয়ে তাদের দলে ভিড়িয়েছে কুমিল্লা।
নারিন গত আসরেও খেলেছেন কুমিল্লার হয়ে। অন্যদিকে রাসেল সবশেষ ২০১৯ সালে রাজশাহী রয়্যালসের হয়ে বিপিএলে অংশ নিয়েছিলেন। ওই আসরে চ্যাম্পিয়নও হয়েছিল রাজশাহী।