লাতিন আমেরিকার দেশ চিলির বিভিন্ন স্থানে শতাধিক দাবানলে অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স জানায়, শনিবার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত দাবানলে ৯৭৯ জন মানুষ আহত হয়েছে।
এছাড়া ১ হাজার ১শ’ মানুষকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। চিলির রাজধানী সান্তিয়াগোয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেন, আবহাওয়া পরিস্থিতির কারণে ছড়িয়ে পড়া আগুন নিভিয়ে ফেলা খুবই কঠিন হয়ে গেছে।
অবস্থা আরও খারাপ হচ্ছে। শুক্রবার প্রায় ৭৬টি জায়াগায় দাবানলের খবর জানা গেলেও শনিবার আরও ১৬টি জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে।
তোহা আরও জানান, সাধারণত এক বছরে যে পরিমাণ বন ও বনভূমি বিলুপ্ত হয় এ বছর ইতোমধ্যে সেই পরিমাণ বন আগুনে উজাড় হয়ে গেছে। দেশটির বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। শত শত বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় মানুষজনকে ঘর-বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
চিলির আবহাওয়া অফিস জানায়, শুক্রবার নুবল অঞ্চলের রাজধানী চিলিয়ানে ৩৮ ডিগ্রি তাপমাত্রা ছিল । গরমের পাশাপাশি দ্রুতগতির বাতাস থাকায় পরিস্থিতির দ্রুত অবনতি হয়। শুক্রবার দেশটির জাতীয় বনায়ন সংস্থা জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের চেয়েও বড় এলাকা আগুনে পুড়ে গেছে। তাদের ধারণা অন্তত ৯৯ হাজার একর এলাকা আগুনে পুড়ে গেছে।
শনিবার তারা জানিয়েছে, মোট ২৩১টি দাবানলের মধ্যে অন্তত ৮০টি মারাত্মক আকার ধারণ করেছে। দাবানল নিয়ন্ত্রণে স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল এবং ভেনিজুয়েলার সরকার বিমান এবং অগ্নিনির্বাপক বাহিনীসহ সাহায্যের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।